বগুড়ায় নকল ও মেয়াদউর্ত্তীণ পণ্য পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানে জরিমানা এবং ১০০ (এক’শ) কেজি লাচ্ছা সেমাই ধ্বংস করা হয়েছে। রোববার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চালায়।
জানা গেছে, পবিত্র রমজান মাসে ঈদকে সামনে রেখে বগুড়ার বিভিন্ন বাজার, মার্কেট এবং প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালানো হয়। এই সময় মেহেদী জেনারেল স্টোর নামে একটি দোকানে নকল ও মেয়াদোর্ত্তীণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়াও একই বাজারের নিউ মেহেদী স্টোর নামে এক দোকানে মেয়াদউর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।