স্বেচ্ছাসেবীদের সম্মানে নান্দাইলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা এপ্রিল) উপজেলা পরিষদের বি.আর.ডি.বি. হল রুমে এ ইফতার মাহফিলের আয়োজন করে ভলান্টিয়ার্স টিম নান্দাইল। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হক বাবুলের সভাপতিত্বে মাওলানা তারিক জামিলের সঞ্চালনায় ইফতার পূর্ববর্তী সময়ে স্বেচ্ছাসেবীদের পারস্পারিক পরিচিতি,সেবামূলক কাজের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী, নান্দাইল পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আহসানুল্লাহ,লেখক কলামিস্ট সাইদুর রহমান বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন ভূইয়া, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, নান্দাইল মডেল প্রেসক্লাবের সভাপতি আহসান মাহমুদ কাদের ভূঁইয়া,স্বেচ্ছাসেবী এমদাদুল হক, আবু রায়হান,হৃদয় খান সহ প্রমূখ ব্যক্তি বর্গ।
ইফতার মাহফিলের নান্দাইল উপজেলার ২২ টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৯৩ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু,এবি সিদ্দিক খসরু, বিল্লাল হোসেন, রফিক মড়ল, মিন্টু মিয়া,মাহবুব আলম,রমজান আলী,নজরুল ইসলাম, হৃদয় হাসান সহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ,সমাজসেবক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।