সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর গলায় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ দুইজন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসি। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে গিয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধা সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার ৮ নং ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার ছিনতাইকারীরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিলহরি (হরদমা) গ্রামের হায়দার খানের ছেলে মো: রানা খান (২৫) ও মিন্টু মন্ডলের ছেলে রতন আলী (২২)। এ সময় তাদের সহযোগী একই গ্রামের সুলতান আলীর ছেলে শাকিল আহমেদ (২৩) পালিয়ে যায়।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ী জামিল হাসান জানান, গত রাত সাড়ে ৭ টার দিকে তাড়াশ সদরের সরদাপাড়ার ব্যবসায়ী জামিল আহমেদ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সাইকোলা গ্রামে শশুরবাড়ি থেকে একটি মটরসাইকেলযোগে তাড়াশে আসার পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮ নং ব্রীজ এলাকায় ৩ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে জামিল হাসানের স্ত্রীর গলায় ধারালো চাপাতি ঠেকিয়ে মটরসাইকেল ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় তাড়াশ থানার টহল টিম খবর পেয়ে ছিনতাইকারীদের পেছনে পেছনে ধাওয়া দেয় এবং বিভিন্ন লোকজনকে খবর দিলে কুন্দইল এলাকায় স্থানীয় জনগন রাস্তা অবরোধ করে ২ জন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। এ সময় স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। অপর ১ জন ছিনতাইকারী পালিয়ে যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, রাতেই ভুক্তভোগী জামিল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এছাড়া ছিনতাইকারীদের কাছে থেকে একটি চাপাতি ও মটরসাইকেল জব্দ করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতার ২জন ছিনতাইকারীকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।