কক্সবাজারের উখিয়ায় লুলু আল মারজান হত্যাকাণ্ড মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি মূল হোতা মো. ইউছুপকে। রোববার (৭ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ও ঘাতক ইউছুপের পিতা মো. জাহাঙ্গীর আলম (৬০) ও ইউছুপের ভাই মো. সেলিম (২১)।
গ্রেপ্তার হওয়া মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৫ বছর আগে নিহত লুলু আল মারজানের পিতা আলমগীর মেম্বারকে হত্যা করেছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন এই ঘাতক মো. ইউছুপের পিতা।
শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার (৬ মে) রাতে প্রায় ৭ ঘন্টা অভিযান চালিয়ে লুলু আল মারজান হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের লোহাগাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল হোতা মো. ইইছুপ আত্মগোপনে। তাকে ধরার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম পালংখালী এলাকার নিজ বাড়িতে লুলু আল মারজানকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনার পর নিহতের মেজ মেয়ে উখিয়া থানায় অজ্ঞাতনামা ৪ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। নিহত লুলু মারজান উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের মৃত মমতাজ মিয়ার স্ত্রী ও পালংখালী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য।