চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের সীমান্তবর্তি মাঠ থেকে ১১ কেজি ওজনের রূপার গহনা জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ২টার দিকে এগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে মুন্সিপুর বিওপি’র বিশেষ টহল কমান্ডার নায়েক মো. আব্দুর রহিম রবিবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ সীমান্ত পিলার ৯২/৫-আর হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর মাঠের মধ্যে অভিযান চালায়।
দুপুর ২টার দিকে মুন্সিপুর সীমান্তের শূন্য লাইন সংলগ্ন কাঁচা রাস্তা দিয়ে অজ্ঞাত এক ব্যক্তিকে মোটর সাইকেলযোগে যেতে দেখে টহলদল তাকে ধাওয়া করে। এসময় অজ্ঞাত ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে দৌড়ে মাঠের মধ্যে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ফেলে যাওয়া মোটর সাইকেলটি তল্লাশীকালে এর পিছনের ক্যারিয়ারের সাথে বাধা একটি প্লাষ্টিকের বস্তায় স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিনের ব্যাগে ১০ কেজি ৯৯৪ গ্রাম ওজনের ভারতীয় তৈরীকৃত রূপার গহনা পাওয়া যায়।
এ ব্যাপারে নায়েক মো. আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করেন এবং আটককৃত রূপার গহনাগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করেন।