‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সড়ক দূর্ঘটনারোধে আমাদের করণীয় বিষয় নিয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে সকল পেশাদার গাড়ি চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখা এই লিফলেট বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক শামিম আহমেদ বিপ্লব, জামান আখতার শেখ লিটন, কামরুজ্জামান সেলিম প্রমুখ।