হৃদয় শেখ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
খুলনার রূপসা থানায় চাঞ্চল্যকর হৃদয় শেখ হত্যা মামলার পলাতক মূল আসামি আরিফুল ইসলাম কে গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাব সূত্রে জানা গেছে, হৃদয় শেখ খুলনা জেলার রূপসা থানাধীন বাগমারা এলাকায় তার নিজ বাড়ির পাশে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতো।আসামি আরিফুলের কাছে ভিকটিমের ৩’শ টাকা পাওনা ছিলো। পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে ভিকটিমের সাথে আসামির বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে গত ২০ এপ্রিল ২০২২ তারিখে আসামি আরিফুল ইসলামসহ তার সহযোগীরা ধারালো ছুরি, লোহার রড, হাতুড়ি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের দোকানের সামনে এসে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এবং হাতে থাকা ছুরি দিয়ে ভিকটিমকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে জেলার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি আরিফুল ইসলাম পলাতক ছিল। র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনা এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার অন্যতম পলাতক আসামি রুপসা থানা এলাকার আরিফুল ইসলাম(২০)কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে জেলার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।