চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন

মো. আখতার আলী জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন
ছবিঃ প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে তারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানে তাদের ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে। পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে নারীর যাবজ্জীবন
ছবিঃ প্রতিনিধি

চুয়াডাঙ্গায় হেরোইন বিক্রির দায়ে তারা বেগম (৫০) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত তারা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ জুলাই দুপুরে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানে তাদের ঘর থেকে উদ্ধার করা হয় ৩০ গ্রাম হেরোইন। গ্রেফতার করা হয় মিজানুর রহমানের স্ত্রী তারা বেগমকে। পরে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হয়।

তদন্ত শেষে ওই বছর ২৬ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার রায় ঘোষণা করেন আদালত।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত