চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফের প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের নিকট আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এই প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় ভারতীয় বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন নদীয়া জেলার ৫৪ নং বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ডার হার্মিত সিং সানি। অংশ নেন সেকেন্ড ইন কমান্ড জাগদেভ শিং। বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান। অংশ নেন সহকারী পরিচালক শেখ ইমরান আলী।
ভলিবল খেলা অনুষ্ঠানে ভারতীয় বিএসএফের ২৪ সদস্য এবং বাংলাদেশ বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটেলিয়ানের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রীতি ভলিবল খেলায় ২-১ সেটে ভারতীয় বিএসএফ দল বিজয়ী হন।
পরে ভারতীয় দলের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ জাহিদুর রহমান ও নদীয়া জেলার ৫৪ নং বিএসএফ ব্যাটেলিয়ানের কমান্ডার হার্মিত সিং সানি। ভলিবল খেলা শেষে সন্ধ্যা ছয়টার দিকে ভারতীয় বিএসএফ দল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।