বাংলাদেশ ভারতের দেওয়া উপহার রেলের ২০ টি ব্রডগেজ ইঞ্জিন আজ মঙ্গলবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এই ২০ টি ব্রডগেজ ইঞ্জিন দর্শনা স্টেশন বাংলাদেশের পক্ষে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিনিয়র প্রৌকশলী শাহেদ জামান গ্রহণ করেন।
আর ভারতের পক্ষে হস্তান্তর করেন ভারত রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস। ২০ টি ডিজেল চালিত ইঞ্জিন বাংলাদেশে প্রবেশ করলে জনতার মধ্যে এক উৎসব বিরাজ করে।
বাংলাদেশ রেলওয়ের খুলনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান রায় চৌধুরী জানান, আজকের এই ২০ টি ইঞ্জিন দর্শনা স্টেশন হয়ে আজ চলে যাবে সৈয়দপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় যেয়ে ২০ ইঞ্জিন পরিক্ষা নিরিক্ষা করার পর চালু করা হবে। আমাদের এই ইঞ্জিন গুলো মালবাহী ট্রেন, বিভিন্ন নতুন ট্রেনে এই ইঞ্জিন গুলো চালু করা হবে। একই সাথে আমাদের যেসব ট্রেনে ইঞ্জিন ঘাটতি রয়েছে সেই ঘাটতি গুলো পুরণ করা যাবে।
এসময় উপস্থিত ছিলেন, রেলওয়ে বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগণ, স্থানীয় জনতা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ।