মেহেরপুরের গাংনীতে মাটি-বালি ব্যবসায়ী লাল্টু (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এস লাশ উদ্ধার করে। লাল্টু উপজেলার পোড়াপাড়া গ্রামের হঠাৎ পাড়ার খেদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, লাল্টু দীর্ঘদিন মাটি বালির ব্যবসা করে আসছিলেন। গত কয়দিন ধরে বাঁশবাড়িয়া গ্রামের সেনা সদস্য স্বপনের বাড়িতে মাটি ভরাট করছিলেন। রাতে বাসায় না ফিরে মাঠি ভরাটের কাজ করছিলেন। সকালে তাকে বাঁশবাড়িয়া গ্রামে পড়ে থাকতে দেখে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নেন এলাকাবাসি। স্বাস্থ্য কমপ্লেক্সএর কর্তব্যরত চিকিৎসক ডা. আবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই তার মৃত্যু হয়েছে। তবে লাল্টু শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাল্টুর বড় দেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।