বগুড়ায় ৮৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জুন) আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন এলাকার মৃত রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম টুকু (৫৪) ও টুকুর স্ত্রী শাহানাজ বেগম (৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার মালশন মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার আদমদীঘির সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।