রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরের লেক থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ১০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ২ শিশুর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আজ শনিবার (৩ জুন) সন্ধ্যায় ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেল সোয়া ৫টার দিকে লেকে ওই ২ শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
সহকারী কমিশনার আজিজুল হক বলেন, ওই ২ শিশুর পরিচয় নিশ্চিত করতে না পেরে এবং তাদের আত্মীয়-স্বজনের খোঁজ না পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়রা বলছেন ওই দুই শিশু লেকের পানিতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে। কিন্তু মরদেহের ময়নাতদন্ত না হলে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।