বিয়ের এক দিন পর স্বামী-স্ত্রী’র মৃত্যু

,
বিয়ের এক দিন পর স্বামী-স্ত্রী’র মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বিয়ের এক দিন পর শয়নকক্ষ থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ২৪ বছর বয়সী প্রতাপ যাদবের সঙ্গে ২২ বছর বয়সী পুষ্পা যাদবের বিয়ে হয়। সেদিন সারা রাত ধরে তাদের বিয়ের অনুষ্ঠান চলে। অনুষ্ঠান শেষে বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে বাড়িতে ফেরেন তারা। বিয়ে পরবর্তী আচার–অনুষ্ঠানের পর বুধবার রাতে তারা ঘুমাতে যান। পরদিন সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

তাদের মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের গায়ে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

এদিকে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন।

কাইসারগঞ্জ পুলিশ স্টেশনে দায়িত্বরত পরিদর্শক রাজনাথ সিং বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতি একই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।”

বিয়ের এক দিন পর স্বামী-স্ত্রী’র মৃত্যু

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বিয়ের এক দিন পর স্বামী-স্ত্রী’র মৃত্যু

বিয়ের এক দিন পর স্বামী-স্ত্রী’র মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বিয়ের এক দিন পর শয়নকক্ষ থেকে নবদম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার ২৪ বছর বয়সী প্রতাপ যাদবের সঙ্গে ২২ বছর বয়সী পুষ্পা যাদবের বিয়ে হয়। সেদিন সারা রাত ধরে তাদের বিয়ের অনুষ্ঠান চলে। অনুষ্ঠান শেষে বুধবার উত্তর প্রদেশের বাহরাইচে বাড়িতে ফেরেন তারা। বিয়ে পরবর্তী আচার–অনুষ্ঠানের পর বুধবার রাতে তারা ঘুমাতে যান। পরদিন সকালে শয়নকক্ষ থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়।

তাদের মৃত্যুর কারণ জানতে কক্ষটিতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তদন্ত চালিয়েছে। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ দম্পতির আগে থেকে কোনো অসুস্থতা ছিল না। তাদের গায়ে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।

এদিকে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) মারা গেছেন।

কাইসারগঞ্জ পুলিশ স্টেশনে দায়িত্বরত পরিদর্শক রাজনাথ সিং বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ দম্পতি একই সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।”

বিয়ের এক দিন পর স্বামী-স্ত্রী’র মৃত্যু

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত