ডেঙ্গুতে আবারও দুজনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৩৪

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ডেঙ্গুতে আবারও দুজনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। গতকালও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। আর এ মাসের প্রথম আট দিনেই আটজনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরে ১২ জন। বর্তমানে দেশে মোট ৫০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৮৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ২ হাজার ১১৯ জন এবং ৭৩৫ জন ঢাকার বাইরের।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ডেঙ্গুতে আবারও দুজনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৩৪

ডেঙ্গুতে আবারও দুজনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৩৪

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। গতকালও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হলো। গত মাসে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছিল। আর এ মাসের প্রথম আট দিনেই আটজনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরে ১২ জন। বর্তমানে দেশে মোট ৫০৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৮৫৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ২ হাজার ১১৯ জন এবং ৭৩৫ জন ঢাকার বাইরের।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত