লুঙ্গিতে পেঁচানো ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

মো. আখতার আলী জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
লুঙ্গিতে পেঁচানো ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তি পাতিলা গ্রাম থেকে ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা। আটক সেলিম হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফর আলীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানায় মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পাতিলা গ্রামের ঈদগা এলাকায় অবস্থান নেয় ৫৮ বিজিবির একটি দল।

এসময় একটি মোটরসাইকেলে দু’জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করে বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মোটরসাইকেলে পিছনের ছিটে বসা সেলিম হোসেন পড়ে গেলে তাকে আটক করা হয়। অপর পাচারকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃতর দেহ তল্লাশীকালে তার পড়নের লুঙ্গিতে মাজায় পেঁচানো অবস্থায় ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এ বিষয়ে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লুঙ্গিতে পেঁচানো ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

লুঙ্গিতে পেঁচানো ১৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তি পাতিলা গ্রাম থেকে ১ কেজি ৮৬৫ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণের বারসহ সেলিম হোসেন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত স্বর্ণের মূল্য ১ কোটি ৫৯ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা। আটক সেলিম হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মো. জাফর আলীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানায় মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পাতিলা গ্রামের ঈদগা এলাকায় অবস্থান নেয় ৫৮ বিজিবির একটি দল।

এসময় একটি মোটরসাইকেলে দু’জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করে বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় মোটরসাইকেলে পিছনের ছিটে বসা সেলিম হোসেন পড়ে গেলে তাকে আটক করা হয়। অপর পাচারকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটককৃতর দেহ তল্লাশীকালে তার পড়নের লুঙ্গিতে মাজায় পেঁচানো অবস্থায় ১৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এ বিষয়ে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত