জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন বলেছেন, সাময়িক বিদ্যুৎ সমস্যার কারণে যারা লাফালাফি করছে, তারাও বাংলাদেশের উন্নয়ন ভোগ করছে। হঠাৎ করে বাংলাদেশের উন্নয়ন মিথ্যা করা যায় না। পদ্মা সেতু, মেট্রোরেল, মৃসন রাস্তা, একে বারে তৃনমুল পর্যন্ত দৃষ্টিনন্দন স্কুল ভবন, ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের সুবিধা তারা নিচ্ছে। তারপরও স্বাধীনতা বিরোধী শক্তিরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র জনগন প্রতিহত করবে। বৃহস্পতিবার (০৮ জুন) সন্ধ্যায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে ছয় দফা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ কখনোই দেউলিয়া হবে না। কারন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দেশ পরিচালনা করছেন। প্রধানমন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহিন, মুজিবনগর উপজেলার আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবমহিলা লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।