রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার মোঃ মোশাররফ হোসাইন জেলায় শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হয়েছেন। রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঈমাম প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে তিনি প্রথম স্থান অধিকার করেন।
তিনি কাপ্তাই ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাঁশকেন্দ্র জামে মসজিদের ঈমাম এবং মোঃ হানিফের ছেলে। মোশাররফ হোসাইন জানান আমাকে যারা শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করেছেন বিশেষ করে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মো.ইকবাল বাহার চৌধুরী, তাঁকে কাপ্তাইবাসী ও বাঁশকেন্দ্রের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।