নান্দাইলে ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির বিশেষ কর্মী সভা ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০জুন) সকালে মোয়াজ্জেমপুর ইউনিয়নে আনওয়ারুল হোসেন খান চৌধুরী মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বিশেষ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
কর্মীসভা উদ্ধোধক করেন নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম মামুন, স্বাগত বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহমুদুল হাসান সৌরভ,মোয়াজ্জেমপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রনি রায়হান আকন্দের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন-আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিশেষ অতিথি বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলী, মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল ইসলাম সহ প্রমুখ।
এসময় নান্দাইল উপজেলা ও মোয়াজ্জেমপুর ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।