বহুলপ্রত্যাশিত কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। চারস্তরের ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে চলছে কক্সবাজারের পৌরসভা নির্বাচন।
সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে পৌর এলাকার ভোটগ্রহণ শুরু হয়েছে। পৌরসভার মোট ১২টি ওয়ার্ডের ৪৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ বিকেল চারটায়। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএমের মাধ্যমে।
নির্বাচনে পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন। ৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে মূল লড়াই চলছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও আওয়ামী লীগ থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে।
সাধারণ ভোটারদের শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে ভোটকেন্দ্র গুলোতে নিয়োজিত রয়েছে ৭৯০ জন পুলিশ, ৭ প্লাটুন বিজিবি, ১২ ওয়ার্ডে ১২ টি র্যাবের পেট্রোল টিম,১২ ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাথে ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
এর আগে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানিয়েছিলেন- কক্সবাজারে মোট ৪৩টি কেন্দ্রের ২৪৫টি কক্ষে ভোটগ্রহণ হবে। প্রতিটি কেন্দ্র ও কক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
উল্লেখ্য- পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৯৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটারের সংখ্যা ৪৫ হাজার ২০২ জন।