কক্সবাজার পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
মোট ৪৩ টি ভোট কেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৮ হাজার ৪১৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ৮৪৪ ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী মেয়র পদে হেলমেট প্রতীক নিয়ে ৪ হাজার ১৬৮ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া তৃতীয়, ইসলামী আন্দোলনের জাহেদুর রহমান হাতপাখা প্রতীকে ১ হাজার ৪৫২ ভোট পেয়ে চতুর্থ এবং স্বতন্ত্র প্রার্থী জোসনা হক মোবাইল ফোন প্রতীক নিয়ে ৬৯৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে সোমবার ১২ জুন রাতে ফলাফল ঘোষণা কেন্দ্রে রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং মাহবুবুর রহমান চৌধুরীকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা সহ নির্বাচনে বিজয়ী প্রার্থী তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা হলেন- ১ নং ওয়ার্ড-আকতার কামাল, ২নং ওয়ার্ড- মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড- আমিনুল ইসরাম মুকুল (বিএনপি), ৪নং ওয়ার্ড -এহেসান হক, ৫নং ওয়ার্ড – শাহাব উদ্দীন সিকদার, ৬নং ওয়ার্ড -ওমর ছিদ্দিক লালু, ৭ নং ওয়ার্ড- ওসমান সরুয়ার টিপু, ৮নং ওয়ার্ড – রাজ বিহারী দাশ, ৯নং ওয়ার্ড -হেলাল উদ্দীন কবির, ১০নং ওয়ার্ড – সালা উদ্দীন সেতু, ১১নং ওয়ার্ড – নুর মোহাম্মদ মাঝু, ১২ নং ওয়ার্ড – এম এ মন্জুর।
অন্যদিকে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরাও। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী শাহেনা আক্তার পাখি বলেন, যেমন নির্বাচন আশা করেছিলাম, ঠিক তেমনিই হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করছি। ভোট গণনা চলছে। বিজয়ের শতভাগ আশা নিয়ে অপেক্ষায় আছি।