৩৫ প্রজাতির আম সংরক্ষণ করছে গৌরমতি এগ্রো ফার্ম

মো. আখতার আলী জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
৩৫ প্রজাতির আম সংরক্ষণ করছে গৌরমতি এগ্রো ফার্ম

দেশী-বিদেশী জনপ্রিয় আমের জাত সংরক্ষণ ও সম্প্রসারণে কাজ করছে চুয়াডাঙ্গার গৌরমতি এগ্রো ফার্ম। এখানে অন্তত ৩৫ প্রজাতির আমের জাত রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনার বাসিন্দা সিরাজুল ইসলাম দীর্ঘদিন আধুনিক কৃষি নিয়ে কাজ করছেন। সে ধারাবাহিকতায় দর্শনা হঠাৎপাড়ায় গড়ে তোলেন গৌরমতি এগ্রো ফার্ম। তার মাধ্যমে জনপ্রিয় এসব আমের চারা ছড়িয়ে পড়ছে সারাদেশে।

গৌরমতি এগ্রো ফার্মে গিয়ে দেখা যায় গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে রঙবেরঙের আম। সুস্বাদু এসব আম দেখতে প্রতিদিনই আধুনিক কৃষিপ্রেমীরা আসছেন গৌরমতি এগ্রো ফার্মে। সিরাজুল ইসলামের বাগানে বিদেশী আমের মধ্যে রয়েছে কিউজাই, চিয়াংমাই, চোষা আম, ব্রæনাইকিং, মিয়াজাকি, আলফানসো, ব্যানানা আম, কিং অফ চাকাপাত প্রভৃতি। বারোমাসি আমের মধ্যে রয়েছে থাই কাটিমন, চায়না ড্রপ ও বারি ১১। দেশী আমের মধ্যে রয়েছে গৌরমতি, বারি-৪, হাড়িভাঙা, হিমসাগর, ল্যাংড়া. তোতাপুরি প্রভৃতি।

সিরাজুল ইসলামের বাগানের ব্যতিক্রমী এসব আমের গাছ দেখতে ছুটে আসছেন অনেকে। শখের বসে কেউ কেউ সংগ্রহ করছে এসব গাছের চারা। আগতরা বলছেন, একই সাথে এতো প্রজাতির ব্যতিক্রমী আমের সংগ্রহ সারাদেশে বিরল। এখানে সহজেই মিলছে দেশী-বিদেশী আমের চারাগাছ।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ

অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গার দর্শনায় গৌরমতি এগ্রো ফার্মে দেশী-বিদেশী আমের বেশ কিছু জাত নিয়ে কাজ করছে। এর ফলে আম চাষের মাধ্যমে অনেকেই যেমন স্বাবলম্বী হতে পারবেন, পাশাপাশি ভিন্নধর্মী আম চাষ বৃদ্ধি পাবে। সিরাজুল ইসলামের ভালো ভালো সংগ্রহ সারাদেশে ছড়িয়ে দেয়া গেলে দেশী-বিদেশী আমে সমৃদ্ধ হবে আমাদের কৃষি। একই সাথে সহজেই পছন্দের আমের চারাগাছ সংগ্রহ করতে পারবে আমপ্রেমীরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

৩৫ প্রজাতির আম সংরক্ষণ করছে গৌরমতি এগ্রো ফার্ম

৩৫ প্রজাতির আম সংরক্ষণ করছে গৌরমতি এগ্রো ফার্ম

দেশী-বিদেশী জনপ্রিয় আমের জাত সংরক্ষণ ও সম্প্রসারণে কাজ করছে চুয়াডাঙ্গার গৌরমতি এগ্রো ফার্ম। এখানে অন্তত ৩৫ প্রজাতির আমের জাত রয়েছে। চুয়াডাঙ্গার দর্শনার বাসিন্দা সিরাজুল ইসলাম দীর্ঘদিন আধুনিক কৃষি নিয়ে কাজ করছেন। সে ধারাবাহিকতায় দর্শনা হঠাৎপাড়ায় গড়ে তোলেন গৌরমতি এগ্রো ফার্ম। তার মাধ্যমে জনপ্রিয় এসব আমের চারা ছড়িয়ে পড়ছে সারাদেশে।

গৌরমতি এগ্রো ফার্মে গিয়ে দেখা যায় গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে রঙবেরঙের আম। সুস্বাদু এসব আম দেখতে প্রতিদিনই আধুনিক কৃষিপ্রেমীরা আসছেন গৌরমতি এগ্রো ফার্মে। সিরাজুল ইসলামের বাগানে বিদেশী আমের মধ্যে রয়েছে কিউজাই, চিয়াংমাই, চোষা আম, ব্রæনাইকিং, মিয়াজাকি, আলফানসো, ব্যানানা আম, কিং অফ চাকাপাত প্রভৃতি। বারোমাসি আমের মধ্যে রয়েছে থাই কাটিমন, চায়না ড্রপ ও বারি ১১। দেশী আমের মধ্যে রয়েছে গৌরমতি, বারি-৪, হাড়িভাঙা, হিমসাগর, ল্যাংড়া. তোতাপুরি প্রভৃতি।

সিরাজুল ইসলামের বাগানের ব্যতিক্রমী এসব আমের গাছ দেখতে ছুটে আসছেন অনেকে। শখের বসে কেউ কেউ সংগ্রহ করছে এসব গাছের চারা। আগতরা বলছেন, একই সাথে এতো প্রজাতির ব্যতিক্রমী আমের সংগ্রহ সারাদেশে বিরল। এখানে সহজেই মিলছে দেশী-বিদেশী আমের চারাগাছ।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ

অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গার দর্শনায় গৌরমতি এগ্রো ফার্মে দেশী-বিদেশী আমের বেশ কিছু জাত নিয়ে কাজ করছে। এর ফলে আম চাষের মাধ্যমে অনেকেই যেমন স্বাবলম্বী হতে পারবেন, পাশাপাশি ভিন্নধর্মী আম চাষ বৃদ্ধি পাবে। সিরাজুল ইসলামের ভালো ভালো সংগ্রহ সারাদেশে ছড়িয়ে দেয়া গেলে দেশী-বিদেশী আমে সমৃদ্ধ হবে আমাদের কৃষি। একই সাথে সহজেই পছন্দের আমের চারাগাছ সংগ্রহ করতে পারবে আমপ্রেমীরা।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত