ঈশ্বরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার

মিন্টু মিয়া জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তুফার স্ত্রী। এসময় ৩ নারীসহ আরও ৪ জন আহত হয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়া।

বজ্রপাতে আহতরা হলেন- একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।

স্থানীয় সূত্র জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘ বজ্রপাতে এক নারীর মৃত্যু ও ৪ জন আহতের বিষয়টি শুনেছি। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি’।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আরও ৩ নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার

ঈশ্বরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু, আহত চার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা ওই গ্রামের মোস্তুফার স্ত্রী। এসময় ৩ নারীসহ আরও ৪ জন আহত হয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সোহাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কাদির আহম্মেদ ভূঁইয়া।

বজ্রপাতে আহতরা হলেন- একই গ্রামের নাজমা (৪২), শরিফা আক্তার (৪২), রোকসানা খাতুন (৪০) ও রফিকুল ইসলাম (২০)।

স্থানীয় সূত্র জানান, বুধবার সকালে নিহত জহুরা ও আহত তিন নারী তাদের রান্না ঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম বসত ঘরে ছিলেন। বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ তাদের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে জহুরা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোহাগী ইউনিয়ন বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘ বজ্রপাতে এক নারীর মৃত্যু ও ৪ জন আহতের বিষয়টি শুনেছি। তবে লিখিতভাবে কেউ বিষয়টি জানায়নি’।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও আরও ৩ নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত