যশোর সদর উপজেলার মমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী হাইফার আলীর (৫০) গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার নিজ বাড়ির অদূরে তার মরদেহ পড়ে ছিলো। হাইফার আলী নওদা গ্রামের মৃত হানেফ আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, স্থানীয় লোকজন তার বাড়ির অদূরে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর বাড়ির লোকজন ও গ্রামবাসী খবর শুনে ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত হাইফার আলির চাচা এজাজ জানান, তার ভাইপো পারিবারিক দ্বন্দ্বে গাছিদা দিয়ে নিজেই গলাকেটে আত্মহত্যা করেছে। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, স্ত্রীর সাথে হাইফার আলীর দ্বন্দ্ব চলে আসছিল। এটা এলাকার সবাই জানেন। এটা হত্যাকাণ্ড হলে এ বিষয়টি সামনে এনে তদন্ত করতে হবে।
আবার স্থানীয় সূত্রের দাবি হাইফার আলীর সাথে পরিবারে অশান্তি চলছিল। যে কারণে হত্যাকাণ্ড হলে পারিবারিক সংশ্লিষ্টতাও থাকতে পারে। সূত্র জানায়, হাইফার আলীর স্ত্রী রুশিয়া বেগম, ছেলে রাশেদুল ইসলাম, ভাইপো মামুন ও একই এলাকার রাজাকে ডিবি কার্যালয়ে নিয়ে মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে।
কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, হাইফার আলীর মৃত্যু নিয়েছে সন্দেহ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।