জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দরা।
সোমবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন রাঙ্গামাটি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
৭১ টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি উচিংছা রাখাইনের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক প্রবীন সাংবাদিক এম কে এম মকসুদ আহমেদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সুশীল সমাজের প্রতিনিধি মো. নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের এ নির্মম হত্যাকান্ডে মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনা পেশাদার সাংবাদিকদের নিরাপত্তাহীনতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। অতীতে বিভিন্ন সময় একাধিক সাংবাদিক খুনের ঘটনা ঘটলেও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় বার বার সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটছে যার প্রমান সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডে যার তদন্ত এখনও শেষ হয়নি।
এই বিক্ষোভ সমাবেশ থেকে গোলাম রব্বানী নাদিম হত্যাকান্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দরা।