নড়াইলের কালিয়া ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের অপরাধে আঃ রহমান শেখ নামে এক ইজারাদাকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (২১জুন) সকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। আঃ রহমান শেখ উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ছদের শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার দেয়াডাঙ্গা-নোয়াগ্রাম বালু মহাল ইজারা নিয়ে গভীর রাতে আঃ রহমান শেখ নোয়াগ্রাম সীমানার বাহিরে গিয়ে বালু উত্তোলন কর ছিলেন। এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে কালিয়া থানা পুলিশ রাত সাড়ে ১২ টার সময় আঃ রহমানসহ ৬ জনকে আটক করে। অতঃপর সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার দরবারে হাজির করলে আঃ রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।