ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে মেহেরপুরের গাংনীতে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গাংনী গণিত পরিবার, জাতীয় বিজ্ঞান ও জাতীয় প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে এ উৎসবে অনুষ্ঠিত হয়।
শনিবার(২৪ জুন) সকালে গাংনী মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবের প্রধান অতিথি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালক একেএম লুৎফুর রহমান সিদ্দিক অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
গাংনী গণিত পরিবারের সভাপতি সাইফ হাসান কৌশিকের সভাপতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, গাংনী মহিলা কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, পৌর মেয়র আহমেদ আলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম।