কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

মোঃ মনিরুজ্জামান স্টাফ রিপোর্টার, গাজীপুর
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার বিকালে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়।

এর আগে শনিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন অন্দোলনরত শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছু পরে শ্রমিকরা লাঠি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এসময় তারা মহাসড়ক বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পরে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

বিকেল ছয়টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকরা সড়ে গেলে প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। সরাতে গেলে তারা আমাদের ওপর আক্রমণ করে। আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের গাড়িও ভাঙচুর করছে শ্রমিকরা। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার বিকালে উপজেলার সফিপুরের নিশ্চিন্তপুর এলাকায় এমএসএ লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হয়।

এর আগে শনিবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন অন্দোলনরত শ্রমিকরা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা সড়ক থেকে না সরলে একপর্যায়ে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছু পরে শ্রমিকরা লাঠি নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এসময় তারা মহাসড়ক বেশ কিছু যানবাহন ভাঙচুর করে। পরে তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে।

বিকেল ছয়টার দিকে মহাসড়ক থেকে শ্রমিকরা সড়ে গেলে প্রায় দুই ঘন্টা পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকা ও মহাসড়কে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর ইন্সপেক্টর (কালিয়াকৈর) নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন। সরাতে গেলে তারা আমাদের ওপর আক্রমণ করে। আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমাদের গাড়িও ভাঙচুর করছে শ্রমিকরা। পরিস্থিতি শান্ত রাখতে ওই এলাকায় শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত