গাইবান্ধা পলাশবাড়ী সড়কের মাঠের হাট তেলের পাম্প সংলগ্ন এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যু হয়েছে। ২৭ জুন মঙ্গলবার সকাল ১০টায় এ দূঘটনা ঘটে।এতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে স্বজনদের পরিবারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুর উপজেলার ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নের জানিপুর গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আতোয়ার রহমানের পুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়ন (৩৫) তার শিশু ছেলে নাহিদ (৭) কে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে গাইবান্ধা থেকে বাড়ী ফিরছিলেন। এ সময় পথিমধ্যে পলাশবাড়ী~গাইবান্ধা সড়কের মাঠের হাট নামক স্থানে তেলের পাম্পের নিকট পৌছিলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইউনিটি পরিবহন বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মেহেদী হাসান নয়ন মারা যান। তার শিশু পুত্র নাহিদ গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিতা পুত্রের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। নিহতদেরর পরিবারের করুণ আর্তনাদ ও আহজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে।
একই স্থানে ২৫ জুন মোটর সাইকেল দূর্ঘটনায় বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি সরকার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর মুখোমুখি।