ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দিন শেষে রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে গ্রামে ছুটছে মানুষ। এতে করে রাজধানী ফাঁকা হতে শুরু করেছে।
সড়ক, নৌ ও রেলপথে যাত্রীদের চাপ বেড়েছে অনেক। কিন্তু আনন্দের এই ঈদযাত্রায় ভোগান্তির কারণে হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।
ঈদের ছুটির দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছেন অনেক মানুষ। তবে সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ। বিশেষ করে যারা বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপযোগে বাড়ি ফিরছেন।
গাজীপুর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় এখনো ঘরমুখো মানুষের ভিড়।
যানজট না থাকলেও সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন তারা। অধিকাংশ গাড়িতে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের।
মহাসড়কে পরিবহনের সংখ্যা বৃদ্ধি, সেতুতে পরপর দুর্ঘটনা, গাড়ি বিকল হওয়া, দফায় দফায় টোল আদায় বন্ধ এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৩৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।