মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজের গরিব, দুস্থ, শারিরীকভাবে অক্ষম, সেসব দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষগুলোর মাঝে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন এবং সাধারণ সম্পাদক নাফিয মোহাম্মদ রুবাইয়াতের সার্বিক তত্ত্বাবধানে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম সৈদালি গ্রামে অনুষ্ঠিত হয় এই মাংস বিতরণ উৎসব৷
শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় শুরু হওয়া মাংস বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিবন্ধীদের হাতে তুলে দেন রান্না করা গরুর মাংস, ভাত ও ডাল। উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০০ জন প্রতিবন্ধীকে মাংস বিতরণ করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আবু সুফিয়ান, জোরারগঞ্জ মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি রাশেদা আক্তার মুন্নি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক মিঠুন শর্মাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
কোরবানির ঈদ আমাদের হাসতে শেখায় ভালবাসতে শেখায় একই সাথে শেখায় ত্যাগের মহিমা গুনাগুন। কারণ এই কুরবানীর ঈদের মধ্য দিয়েই আমরা ত্যাগ কাকে বলে তা সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকি।