চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা আরও বাড়ল। চীনের স্বার্থের জন্য ক্ষতিকর এমন কাজে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের বিরুদ্ধে পাল্টাব্যবস্থা নেওয়া যাবে এমন একটি আইন পাস হয়েছে দেশটিতে।
শনিবার (১ জুলাই) থেকে আইনটি কার্যকর করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশেষজ্ঞরা বলছেন, আইনটি চীনের আগ্রাসী কূটনীতির বিষয়টিই তুলে ধরছে।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের আইন ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জ্যাক ডিলিসল বলেন, ‘আইনটির বেশির ভাগ অংশই ‘অপেক্ষাকৃত ফাঁকা বাগাড়ম্বর-সর্বস্ব এবং অনেকটাই পরিচিত’। এতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও দৃঢ় বিদেশনীতি ও শক্তিশালী পাল্টা-পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে।’
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস আইনটিকে ‘পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থাকে সমৃদ্ধ করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে।
কার্নেগি চায়নার অনাবাসিক গবেষক চোং জা-ইয়ান বলেন, ‘এ আইন বল প্রয়োগ ও চাপ প্রদানসহ দাপট দেখিয়ে নিজেদের স্বার্থ আদায়ে বেইজিংয়ের মনোভাবের ইঙ্গিত দিচ্ছে, যদিও তারা সহযোগিতা ও অর্থনৈতিক অর্জনের আকর্ষণও ধরে রাখতে চায়।’