রাঙামাটি পার্বত্য জেলার সাংসদ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার নেতৃবৃন্দ ।
রবিবার (২ জুলাই) সকালে এমপির নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে রাঙামাটি জেলার জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ । এসময় উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি দেবুব্রত চক্রবর্তী দেবু, নির্মল কান্তি মজুমদার, মিন্টু কুমার দে, ডাঃ স্নেহ শীষ চক্রবর্তী, জুয়েল ধর, সাধারণ সম্পাদক হিমাদ্রী দে হিমু, রাজু ঘোষ, অর্থ সম্পাদক কার্তিক বৈদ্য বিপ্লবসহ রাঙ্গামাটি জেলার নবগঠিত জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে জননেতা দীপংকর তালুকদার এমপি বলেন, সকল সম্প্রদায়ের মানুষ ভাগ্য পরিবর্তনের লক্ষে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকল সম্প্রদায়ের নিজ নিজ সংগঠন গুলো এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানসমুহ উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারছে সবাই।