নড়াইল পৌরসভার বাগবাড়ি রঘুনাথপুর এলাকায় মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রহিম বাগবাড়ি রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান ফুল মিয়ার ছেলে।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, আব্দুর রহিম তার মাছের ঘেরে বৈদ্যুতিক পানির পাম্প (মোটর) চলার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আব্দুর রহিমের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
এ এলাকায় কিছুদিন আগেও বৈদ্যুতিক পানির পাম্প (মোটর) চালু করতে গিয়ে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।