ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদ‌স্যের স‌ঙ্গে বিএনপির বৈঠক শে‌ষে দল‌টির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপ‌স্থিত সাংবা‌দিক‌দের ব‌লেছেন, আগামী সপ্তা‌হে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থে‌কে এক‌টি পর্য‌বেক্ষক দল আস‌বে। তারা দে‌শের সকল রাজ‌নৈ‌তিক দল ও সি‌ভিল সোসাইটির স‌ঙ্গে ব‌সে আলোচনা কর‌বে। এটা আজ‌কের বৈঠ‌কে আমা‌দের‌ জা‌নি‌য়ে‌ছেন রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দে‌শের রাজ‌নৈ‌তিক অবস্থা, বি‌রোধী দ‌লের অবস্থান- এসব বিষয় নি‌য়েও আলোচনা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি। ফখরুল ব‌লেন, তারা (ইইউ) আগেও ব‌লে‌ছে, আজ‌কেও ব‌লে‌ছে- বাংলা‌দে‌শে সব দ‌লের অংশগ্রহ‌ণে এক‌টি নির‌পেক্ষ নির্বাচন চান তারা।

ফখরুল বলেন, তা‌দের যে টিমটা আস‌বে আগামী সপ্তা‌হে, তারা এসে দেখ‌তে চায় স‌ত্যিকারভা‌বে বাংলা‌দে‌শে এক‌টি অবাধ, সুষ্ঠু, নির‌পেক্ষ নির‌পেক্ষ নির্বাচন হবার ম‌তো রাজ‌নৈ‌তিক প‌রি‌বেশ আছে কিনা।

আপনারা কী ব‌লে‌ছেন- এর জবা‌বে মির্জা ফখরুল ব‌লেন, আমরা বলে‌ছি নির‌পেক্ষ, তত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে ছাড়া এক‌টি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা জান‌তে চে‌য়ে‌ছেন, এই সরকা‌রের অধী‌নে নির্বাচন করা সম্ভব কিনা।

মানবা‌ধিকার বিষ‌য়ে কী আলোচনা হ‌য়ে‌ছে- সে প্রস‌ঙ্গে মহাস‌চিব ব‌লেন, তারা মানবা‌ধিকার লঙ্ঘ‌নের বিষয়টা জা‌নেন। এ ছাড়া, তেমন কো‌নও বিষ‌য়ে আলোচনা হয়‌নি।

তারা কো‌নও সংলা‌পের কথা ব‌লেছে কিনা- জবা‌বে বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, না, কো‌নও সংলা‌পের বিষয়ে আলোচনা হয়‌নি। আগের দু‌টি নির্বাচ‌নে এই সরকার প্রমাণ ক‌রে‌ছে, তা‌দের অধী‌নে নির্বাচন সুষ্ঠু-অবাধ হ‌বে না। তাই নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে ছাড়া কো‌নও নির্বাচ‌নে আমরা যা‌ব না, দেশের জনগণ যা‌বে না- এটা তা‌দের‌ স্রেফ জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার প‌রে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে‌ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ইইউ রাষ্ট্রদূতের স‌ঙ্গে আরও দুই কর্মকর্তা বৈঠকে অংশ নিয়ে‌ছেন।

ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল

ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তিন সদ‌স্যের স‌ঙ্গে বিএনপির বৈঠক শে‌ষে দল‌টির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপ‌স্থিত সাংবা‌দিক‌দের ব‌লেছেন, আগামী সপ্তা‌হে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থে‌কে এক‌টি পর্য‌বেক্ষক দল আস‌বে। তারা দে‌শের সকল রাজ‌নৈ‌তিক দল ও সি‌ভিল সোসাইটির স‌ঙ্গে ব‌সে আলোচনা কর‌বে। এটা আজ‌কের বৈঠ‌কে আমা‌দের‌ জা‌নি‌য়ে‌ছেন রাষ্ট্রদূত ও তার সঙ্গীরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দে‌শের রাজ‌নৈ‌তিক অবস্থা, বি‌রোধী দ‌লের অবস্থান- এসব বিষয় নি‌য়েও আলোচনা হ‌য়ে‌ছে ব‌লেও জানান তি‌নি। ফখরুল ব‌লেন, তারা (ইইউ) আগেও ব‌লে‌ছে, আজ‌কেও ব‌লে‌ছে- বাংলা‌দে‌শে সব দ‌লের অংশগ্রহ‌ণে এক‌টি নির‌পেক্ষ নির্বাচন চান তারা।

ফখরুল বলেন, তা‌দের যে টিমটা আস‌বে আগামী সপ্তা‌হে, তারা এসে দেখ‌তে চায় স‌ত্যিকারভা‌বে বাংলা‌দে‌শে এক‌টি অবাধ, সুষ্ঠু, নির‌পেক্ষ নির‌পেক্ষ নির্বাচন হবার ম‌তো রাজ‌নৈ‌তিক প‌রি‌বেশ আছে কিনা।

আপনারা কী ব‌লে‌ছেন- এর জবা‌বে মির্জা ফখরুল ব‌লেন, আমরা বলে‌ছি নির‌পেক্ষ, তত্বাবধায়ক সরকা‌রের অধী‌নে ছাড়া এক‌টি সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা জান‌তে চে‌য়ে‌ছেন, এই সরকা‌রের অধী‌নে নির্বাচন করা সম্ভব কিনা।

মানবা‌ধিকার বিষ‌য়ে কী আলোচনা হ‌য়ে‌ছে- সে প্রস‌ঙ্গে মহাস‌চিব ব‌লেন, তারা মানবা‌ধিকার লঙ্ঘ‌নের বিষয়টা জা‌নেন। এ ছাড়া, তেমন কো‌নও বিষ‌য়ে আলোচনা হয়‌নি।

তারা কো‌নও সংলা‌পের কথা ব‌লেছে কিনা- জবা‌বে বিএন‌পি মহাস‌চিব ব‌লেন, না, কো‌নও সংলা‌পের বিষয়ে আলোচনা হয়‌নি। আগের দু‌টি নির্বাচ‌নে এই সরকার প্রমাণ ক‌রে‌ছে, তা‌দের অধী‌নে নির্বাচন সুষ্ঠু-অবাধ হ‌বে না। তাই নির‌পেক্ষ সরকা‌রের অধী‌নে ছাড়া কো‌নও নির্বাচ‌নে আমরা যা‌ব না, দেশের জনগণ যা‌বে না- এটা তা‌দের‌ স্রেফ জা‌নি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জুলাই) বিকেল ৩টার প‌রে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে‌ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ইইউ রাষ্ট্রদূতের স‌ঙ্গে আরও দুই কর্মকর্তা বৈঠকে অংশ নিয়ে‌ছেন।

ইইউ সব দ‌লের অংশগ্রহণে নির‌পেক্ষ নির্বাচন চায়: ফখরুল

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত