রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত একজনকে আটক করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজমের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ওমর ফারুক (২৬) কে আটক করতে সক্ষম হয়।
চন্দ্রঘোনা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; এজাহারে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামী ওমর ফারুক চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছালে আহাম্মদ এবং মাতা-জাহানারা বেগম দম্পতির ছেলে।
চন্দ্রঘোনা থানার ওসি শফিউল আজম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে আসামী ওমর ফারুককে শফিপুর এলাকা থেকে আটক করা হয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।