ফজলহক ফারুকি-রশিদ খানদের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রামে ধুঁকছে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। স্বাগতিকরা যখন ব্যাটিংয়ে ধুঁকছে তখন চট্টগ্রামে হানা দিয়েছে বৃষ্টি। আপাতত বন্ধ আছে খেলা।
এর আগে প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আজ বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি দেখাচ্ছে গাজী টিভি ও টি স্পোর্টস।
ওয়ানডেতে দল দুটি ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয়জয়কার। ৭ জয়ের বিপরীতে টাইগারদের হার ৪টিতে। এদিকে বাংলাদেশের ৭ জয়ের চারটিই এসেছে ঘরের মাটিতে।
এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এসেছে। আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে ব্যাট করা রনি তালুকদার একাদশ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ- ১৪২/৭ (৩৪.১ ওভার) (তামিম ১৩, লিটন ২৬, শান্ত ১২, সাকিব ১৪, হৃদয় ৪২*, মুশফিক ১, আফিফ ৪, মিরাজ ৫)