অভিনেতা শাকিব খানের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (৫ জুলাই) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা এ আদেশ দেন। একই সঙ্গে অনুমতি ছাড়া রহমত উল্লাহকে বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আগামী ৯ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
শাকিব খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করেন অভিনেতা। বাদীর জবানবন্দি রেকর্ড করার পর ২৬ এপ্রিল আসামিকে তলব করেন আদালত। ওই দিন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
টেলিভিশনে রহমত উল্লাহকে নিয়ে মিথ্যা ও অবমাননাকর মন্তব্য করায় ২৭ মার্চ শাকিব খানের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছে।