পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে সালাদ না দেওয়ার কারণে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তিন জন (কনে পক্ষের) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, কুম্ভখালী গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসানের সঙ্গে একই গ্রামের বকু ফকিরের মেয়ের বিয়ে হয়। গত মঙ্গলবার ছিল বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠান। মেয়ে পক্ষ বরযাত্রী নিয়ে ছেলের বাড়ির অনুষ্ঠানে যায়। খাবার টেবিলে মাছ, মাংস, পোলাও দিলেও সেখানে সালাদ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে মেয়ে পক্ষের সঙ্গে ছেলে পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কনে পক্ষের ৪ জনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
বগা পুলিশ ফাঁড়ির এসআই মো. সোহেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে জিসান নামের ১১ বছরের এক শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ে বাড়িতে সালাদ নিয়ে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।