জমিতে প্রাচীর দেয়ায় ৫শ’ ট্রাক মাটি চুরির মামলা

,
জমিতে প্রাচীর দেয়ায় ৫শ’ ট্রাক মাটি চুরির মামলা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের শাহা আলম তরফদারের বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। নিজের জমিতে সীমানা প্রাচীর দেয়ার জেরে এলাকার প্রভাবশালী ইট ভাটার মালিক শহিদুল ইসলাম তার নামে ৫শ’ ট্রাক মাটি চুরির মামলা দায়ের করেন।

বুধবার (৫ জুলাই) বিকেলে চুড়ামনকাটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন শাহ আলম তরফদার।

লিখিত অভিযোগে শাহ আলম বলেন, গত ০৬ মার্চ চুড়ামনকাটি ইউনিয়নের ১৫নং বাগডাঙ্গা মৌজা যার এস এ দাগ নং-৩১৫১ ও ৩১৪৯ আর এস-৭১১৩ ও ৭১৪৩ থেকে নাজিম উদ্দিন, নাছিম উদ্দিন, সাইফুল,জহির হাসান ও রহিমা বেগমের কাছ থেকে তিনি কবলা রেজিস্ট্রি মূলে ১১.৫ শতক জমি কেনে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে বাগডাঙ্গা মৌজায় ৩ শতক জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছেন।

তিনি আরো বলেন, আমার ক্রয়কৃত জমিতে অবৈধভাবে জমির পাশে শহিদুল ব্রিকসের মালিক শহিদুল ইসলাম তার ভাটায় ব্যবহৃত মাটি ফেলে রাখে। সেখান থেকে মাটি সরানোর জন্য বারং বার অনুরোধ করলেও কর্ণপাত করেননি। বরং শহিদুল ইসলাম জমি নিজের দাবি করে আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত যশোর কোতয়ালি মডেল থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ উভয়ের কাগজপত্রে দেখে নিশ্চিত হন শাহা আলম ওই জমির মূল মালিক। ফলে শহিদুল ইসলাম জমিতে ১৪৪ ধারা জারি করতে ব্যর্থ হন।

শাহা আলম আরও জানান, পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় জমির উপর থেকে এক্সকাভেটর দিয়ে শহিদুলের রাখা মাটির স্তুপ সরিয়ে জমির চারপাশে প্রাচীর নির্মাণ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শহিদুল ইসলাম তার বিরুদ্ধে ৫০০ ট্রাক মাটি চুরির মামলা দায়ের করেছেন। মামলায় তার ছেলে সজীব ও মিরাপুর গ্রামের আক্তার হোসেনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটির তদন্ত করে যশোর পিবিআইকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তহিদুল ইসলাম, বি এম ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দার রহমান, আসাদুজ্জামান বিষু, মিজানুর রহমান, মামুন তরফদার প্রমূখ। এদিকে, ভাটা মালিক শহিদুল ইসলাম দাবি করেছেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে শাহা আলম ৫০০ ট্রাক মাটি চুরি করে জমি দখলে নিয়েছে। সংবাদ সম্মেলন করে নিজের দোষ আড়াল করার চেষ্টা করছেন।

জমিতে প্রাচীর দেয়ায় ৫শ ট্রাক মাটি চুরির মামলা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জমিতে প্রাচীর দেয়ায় ৫শ’ ট্রাক মাটি চুরির মামলা

জমিতে প্রাচীর দেয়ায় ৫শ’ ট্রাক মাটি চুরির মামলা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের শাহা আলম তরফদারের বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের অভিযোগ উঠেছে। নিজের জমিতে সীমানা প্রাচীর দেয়ার জেরে এলাকার প্রভাবশালী ইট ভাটার মালিক শহিদুল ইসলাম তার নামে ৫শ’ ট্রাক মাটি চুরির মামলা দায়ের করেন।

বুধবার (৫ জুলাই) বিকেলে চুড়ামনকাটি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন শাহ আলম তরফদার।

লিখিত অভিযোগে শাহ আলম বলেন, গত ০৬ মার্চ চুড়ামনকাটি ইউনিয়নের ১৫নং বাগডাঙ্গা মৌজা যার এস এ দাগ নং-৩১৫১ ও ৩১৪৯ আর এস-৭১১৩ ও ৭১৪৩ থেকে নাজিম উদ্দিন, নাছিম উদ্দিন, সাইফুল,জহির হাসান ও রহিমা বেগমের কাছ থেকে তিনি কবলা রেজিস্ট্রি মূলে ১১.৫ শতক জমি কেনে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে বাগডাঙ্গা মৌজায় ৩ শতক জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছেন।

তিনি আরো বলেন, আমার ক্রয়কৃত জমিতে অবৈধভাবে জমির পাশে শহিদুল ব্রিকসের মালিক শহিদুল ইসলাম তার ভাটায় ব্যবহৃত মাটি ফেলে রাখে। সেখান থেকে মাটি সরানোর জন্য বারং বার অনুরোধ করলেও কর্ণপাত করেননি। বরং শহিদুল ইসলাম জমি নিজের দাবি করে আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত যশোর কোতয়ালি মডেল থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পুলিশ উভয়ের কাগজপত্রে দেখে নিশ্চিত হন শাহা আলম ওই জমির মূল মালিক। ফলে শহিদুল ইসলাম জমিতে ১৪৪ ধারা জারি করতে ব্যর্থ হন।

শাহা আলম আরও জানান, পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় জমির উপর থেকে এক্সকাভেটর দিয়ে শহিদুলের রাখা মাটির স্তুপ সরিয়ে জমির চারপাশে প্রাচীর নির্মাণ করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শহিদুল ইসলাম তার বিরুদ্ধে ৫০০ ট্রাক মাটি চুরির মামলা দায়ের করেছেন। মামলায় তার ছেলে সজীব ও মিরাপুর গ্রামের আক্তার হোসেনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটির তদন্ত করে যশোর পিবিআইকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তহিদুল ইসলাম, বি এম ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দার রহমান, আসাদুজ্জামান বিষু, মিজানুর রহমান, মামুন তরফদার প্রমূখ। এদিকে, ভাটা মালিক শহিদুল ইসলাম দাবি করেছেন, ক্ষমতার প্রভাব দেখিয়ে শাহা আলম ৫০০ ট্রাক মাটি চুরি করে জমি দখলে নিয়েছে। সংবাদ সম্মেলন করে নিজের দোষ আড়াল করার চেষ্টা করছেন।

জমিতে প্রাচীর দেয়ায় ৫শ ট্রাক মাটি চুরির মামলা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত