চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা যুব মহিলা লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জেলা যুব মহিলা লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
দুপুরে জেলা যুব মহিলা লীগের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহীদ হাসান চত্বরে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় যুব মহিলা লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভিন, সহসভাপতি পূর্ণিমা হালদার, সাংগঠনিক সম্পাদক শাপলা খাতুন চিনি ৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগ সভাপতি আজরিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগাঠনিক সম্পাদক মিতা রানি দাস, দামুড়হুদা উপজেলা যুব মহিলা লীগ সভাপতি সাহেদা খাতুন, জীবননগর উপজেলা যুব মহিলা লীগ সভাপতি কহিনুর খাতুন প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন বলেন, আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব। আমরা দীর্ঘ সময় রাজপথে ছিলাম, রাজপথে আছি ও থাকবো। আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নকে চলমান রাখতে হবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।