পাকিস্তানের বন্দরনগরী করাচিতে পুলিশের গাড়ি থেকে রান্নার তেল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এ তথ্য জানিয়েছে।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার গার্ডেন হেডকোয়ার্টার্সের কাছে অভিযানের সময় গ্যাংয়ের পাঁচ সন্দেহভাজন সদস্যের নাম পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এক জন গোডাউনের মালিক, একজন শ্রমিক এবং একজন পুলিশ সদস্য রয়েছে। তারা ডাকাতির জন্য পুলিশ ভ্যান ব্যবহার করতো। ওই গাড়ি দিয়ে তারা জেলার কেন্দ্রস্থলে রান্নার তেলের মজুদ পরিবহনকারী যানবাহন লুট করত।
পুলিশ আরও জানিয়েছে, গত মাসে ডজনেরও বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর আসামিরা রান্নার তেল গোডাউনে লুকিয়ে রাখত।
ক্লিফটন ডিভিশন পুলিশ চলতি মাসের শুরুর দিকে ডিফেন্স এবং ক্লিফটন অঞ্চলে একের পর এক বাড়িতে তল্লাশি অভিযান চালায়। পরে দুই আসামির সন্ধান পাওয়া যায়।