বছর দুয়েক আগে হবু বরের সঙ্গে ফারিয়া শাহরিনের বাগদান হয়েছিল। অবশেষে বিয়ের পিঁড়িতেও বসেছেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। ঘরোয়াভাবেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যদিও কবে বিয়ে হয়েছে, সে ব্যাপারে অবশ্য কিছু জানাননি ফারিয়া।
শুক্রবার (৭ জুলাই) সকালে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করেন ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে ক্যাপশনে এ অভিনেত্রী বলেন, “আমাদের জন্য সবাই দোয়া করবেন। তবে নিজের স্বামীর নাম-পরিচয় কিছুই উল্লেখ করেননি ফারিয়া।
২০২১ সালের ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া। তখন এ অভিনেত্রী জানিয়েছিলেন, অনেক বছর ধরেই রায়ানের সঙ্গে তার পরিচয়। চার বছর প্রেমের পর দুই পরিবারের সম্মতিতে তারা বাগদান সেরেছেন।
২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন ফারিয়া শাহরিন। পরে একটি মুঠোফোন কোম্পানির কথা দিলাম প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে কাজ করে তার পরিচিতি বাড়ে। ছোটপর্দায় বেশি কাজ করলেও ফারিয়া সিনেমায়ও অভিনয় করেছেন।
ফারিয়া শাহরিন দুটি নাটকে কাজ করেছেন। একটি “দৈনিক তোলপাড়” এবং অন্যটি “এয়ারকম”। তবে সাম্প্রতিক সময়ে কাজল আরেফিন পরিচালিত “ব্যাচেলর পয়েন্ট” নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে ফারিয়া আলোচিত হন।