চুয়াডাঙ্গায় সাপে কেটে নাজমুল হক (১৬) নামের এক কিশোর মারা গেছে।
শনিবার (৮ জুলাই) ভোরে ঠাকুরপুর নতুন নির্মাণাধীন বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কাটে। বেলা ২ টায় আলমডাঙ্গা এলাকায় এক কবিরাজের কাছে নিয়ে গেলে সেখানে সে মারা যায়।
নিহত নাজমুল হক পৌর এলাকার নূরনগর গ্রামের চান্দু ফকিরের ছেলে। সে তিনচাকার ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
নাজমুলের পিতা চান্দু ফকির জানান, পাশের ঠাকুরপুর গ্রামে তারা একটি নতুন বাড়ি তৈরি করছে। রাতে সেখানে ঘুমিয়েছিল নাজমুল। ভোর রাতের দিকে তার পেটে সাপে দংশন করে। তাকে কবিরাজের কাছে নিয়ে চিকিৎসা দেওয়ার সময় দুপুরে সে মারা যায়।