নড়াইলে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, এক জেলে নিখোঁজ

এস এম শরিফুল ইসলাম জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, এক জেলে নিখোঁজ

নড়াইলের কালিয়ার উপজেলার নবগঙ্গা নদীতে মাছ ধরা দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অলক বসু (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

রোববার (৯ জুলাই) বিকালে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ অলক বসু উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্ত গ্রামের ঠান্ডা বসুর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, কালিয়ার নবগঙ্গা নদীতে মাছ ধরা একটি ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের তিন জেলে সাঁতার কেটে তীরে আসেন। তবে অপর ট্রলারটি না ডুবলেও ওই ট্রলারে থাকা অলক বসু নদীতে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে বিকালে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য ও রাতে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা পর্যন্ত নদীতে তল্লাশি করেও নিখোঁজ অলক বসুর কোন সন্ধান পায়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করছে ডুবুরিরা।

বড়দিয় নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, সোমবার (১০জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারো নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত নিখোঁজ অলক বসুর কোন সন্ধান পায়নি ডুবুরি দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নড়াইলে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, এক জেলে নিখোঁজ

নড়াইলে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, এক জেলে নিখোঁজ

নড়াইলের কালিয়ার উপজেলার নবগঙ্গা নদীতে মাছ ধরা দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অলক বসু (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

রোববার (৯ জুলাই) বিকালে কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর ভোমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ অলক বসু উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের শুক্ত গ্রামের ঠান্ডা বসুর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, কালিয়ার নবগঙ্গা নদীতে মাছ ধরা একটি ট্রলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের তিন জেলে সাঁতার কেটে তীরে আসেন। তবে অপর ট্রলারটি না ডুবলেও ওই ট্রলারে থাকা অলক বসু নদীতে পড়ে নিখোঁজ হন। দুর্ঘটনার খবর পেয়ে বিকালে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য ও রাতে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ১১টা পর্যন্ত নদীতে তল্লাশি করেও নিখোঁজ অলক বসুর কোন সন্ধান পায়নি। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করছে ডুবুরিরা।

বড়দিয় নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, সোমবার (১০জুলাই) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারো নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত নিখোঁজ অলক বসুর কোন সন্ধান পায়নি ডুবুরি দল।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত