মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) বিকাল ৫টায় শহিদ শামসুজ্জোহা পার্কে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চু । প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বারিকুল ইসলাম লিজনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, যুগ্ন সম্পাদক খায়রুল হাসান জুয়েল , সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল সায়েম।
কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাহুল হোসেন সাচ্চুর সভাপত্বিতে স্বম্মেলনের দ্বিতীয় অধিবেশন শরু হয় । মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক পদে তিন জনের নাম আসলে যাচায় বাছায় করে পরে কমিটি ঘোষনা করবে বলে জানিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ করেন।