দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মাসুদ রেজা ফিরোজী জেলা প্রতিনিধি, মাদারীপুর
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীদের গুলিতে শামীম শিকদার নামের এক প্রবাসীর মৃত্যুর হয়েছে। সোমবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে জোহানেসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত প্রবাসী শামীম শিকদার (৪০) শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো: আনিছ শিকদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম শিকদার প্রায় ১৪ বছর আগে আফ্রিকায় গিয়েছিলেন । এরমধ্যে তিনি গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিলেন । আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা রয়েছে তার। সোমবার রাতে ওই দোকানে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরে এলোপাথারি গুলি করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে নিহতের সংবাদ বাড়িতে পৌঁছামাত্র শোকের ছায়া নেমে আসে। নিহত শামীম শিকদারের স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার জানান, আমার সন্তানেরা এতিম হয়ে গেলো। আমরা এখন কীভাবে বাঁচবো। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী।

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার বলেন, প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকতো শামীম। গতকাল রাতে চাঁদা নিতে এসে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। ওর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। কিন্তু অত টাকা দিতে না চাওয়ার সাথে সাথেই গুলি করে সন্ত্রাসীরা।

নিহতের বড় ছেলে আরিফ বলেন, আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয় এজন্য সকলের সহযোগিতা চাই।
নিহতের বাবা আনিছ শিকদারের বলেন, আমার মেঝ ছেলে শামীম ছুটিতে বাড়ি আসছিল সাত মাস আগে। প্রায় দিনই ফোনে কথা হইতো। গতকাল রাতে শুনি আমার বাবায় নেই। এখন লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, আমরা নিহতের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। ওই বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীদের গুলিতে শামীম শিকদার নামের এক প্রবাসীর মৃত্যুর হয়েছে। সোমবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১২ টার দিকে জোহানেসবার্গ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত প্রবাসী শামীম শিকদার (৪০) শিবচর পৌরসভার ৬ নং ওয়ার্ডের ঠেঙ্গামারা গ্রামের মো: আনিছ শিকদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামীম শিকদার প্রায় ১৪ বছর আগে আফ্রিকায় গিয়েছিলেন । এরমধ্যে তিনি গত বছরের অক্টোবরে ছুটিতে দেশে এসেছিলেন । আফ্রিকার জোহানেসবার্গ এলাকায় একটি মুদি দোকানের ব্যবসা রয়েছে তার। সোমবার রাতে ওই দোকানে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা চাইতে আসলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরে এলোপাথারি গুলি করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত অবস্থায় শামীমকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১১ জুলাই) সকালে নিহতের সংবাদ বাড়িতে পৌঁছামাত্র শোকের ছায়া নেমে আসে। নিহত শামীম শিকদারের স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী সৈয়দা নাসিমা আক্তার জানান, আমার সন্তানেরা এতিম হয়ে গেলো। আমরা এখন কীভাবে বাঁচবো। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল আমার স্বামী।

নিহতের চাচাতো ভাই আব্দুল জলিল শিকদার বলেন, প্রায় ১৪ বছর ধরে আফ্রিকায় থাকতো শামীম। গতকাল রাতে চাঁদা নিতে এসে সন্ত্রাসীরা গুলি করে তাকে হত্যা করেছে। ওর কাছে মোটা অঙ্কের টাকা চেয়েছিল। কিন্তু অত টাকা দিতে না চাওয়ার সাথে সাথেই গুলি করে সন্ত্রাসীরা।

নিহতের বড় ছেলে আরিফ বলেন, আমার আব্বাকে বিদেশে সন্ত্রাসীরা মেরে ফেলেছে। এখন আব্বার লাশ যেন দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হয় এজন্য সকলের সহযোগিতা চাই।
নিহতের বাবা আনিছ শিকদারের বলেন, আমার মেঝ ছেলে শামীম ছুটিতে বাড়ি আসছিল সাত মাস আগে। প্রায় দিনই ফোনে কথা হইতো। গতকাল রাতে শুনি আমার বাবায় নেই। এখন লাশ দ্রুত বাংলাদেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, আমরা নিহতের পরিবারের খোঁজ খবর নিচ্ছি। ওই বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত