অভিন্ন ২৩ শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে রাজধানীতে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ফারুক হোসেন অনুমতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে ডিএমপি কমিশনারের কাছে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়।
জানা যায়, সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এ জন্য আগামীকাল বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে দলটি।
অন্যদিকে একই দিন ‘শান্তি সমাবেশের’ মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। এদিন বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
এর আগে, মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় লোগো