রাজধানীর লালবাগের আজিমপুর এলাকায় কাঁঠাল গাছ থেকে পড়ে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিহত মো. আলম (৬০) ওয়েস্টার্ন হাই স্কুলের পরিচ্ছন্নতাকর্মী।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্কুলের সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন।
তিনি বলেন, “কাঁঠাল পাড়তে গাছে উঠছিলেন আলম। গাছের ঢাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, “মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”
নিহতের মেয়ে তানিয়া বেগম জানান, তার বাবা ওই স্কুলে ২৫ বছর ধরে চাকরি করছিলেন। বিকেলে খবর পান তিনি কাঁঠাল গাছ থেকে পড়ে আহত হয়েছেন। পরে ঢামেকে গিয়ে তার বাবাকে মৃত অবস্থায় দেখতে পান।