রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদনা সহকারি মাহমুদুল হাসান।
মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানান, অফিস শেষে ফকিরাপুলের ২৭ নম্বর বাগিচাবাড়ী বাসায় ফেরার পথে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী হাতে থাকা ব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। ব্যাগের মধ্যে মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা, অফিসের আইডি কার্ড, একটি ব্যাংকের এটিএম কার্ডসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
এ বিষয়ে মতিঝিল থানার এসআই উজ্জল মিয়া বলেন, ছিনতাইয়ের শিকার এক সংবাদকর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে।